• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

থার্টিফার্স্ট নাইটে ঢাকার নাজিরা বাজারে আগুন

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ১১:২৮ এএম

থার্টিফার্স্ট নাইটে ঢাকার নাজিরা বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরোনো বছরকে বিদায় জানিয়ে ইংরেজি নববর্ষ উদযাপনে ব্যস্ত সারাদেশ। এরই মধ্যে ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি প্রসিদ্ধ খাবার দোকান বিউটি লাচ্ছি সংলগ্ন।

রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ খবর জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার বলেন, পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে এক দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আর্কাইভ