• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কেউ ভুল করবেন না তারা পুতুল এমপি বানাতে চায়: গোলাম দস্তগীর গাজী

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০৮:০৮ এএম

কেউ ভুল করবেন না তারা পুতুল এমপি বানাতে চায়: গোলাম দস্তগীর গাজী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, কেউ ভুল করবেন না। রূপগঞ্জে পুতুল এমপি বানিয়ে নিজেদের জমি, বসতভিটা থেকে উচ্ছেদ হবেন না। এখানকার জনগণকে পুতুলের মতো নাচাতে চায় একটি চক্র। আমার বিশ্বাস, রূপগঞ্জের উন্নয়ন দেখে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন কাজ অব্যাহত রাখবেন।

দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নুরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি শনিবার বিকালে এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। নৌকায় ভোট দিয়ে দেশকে উন্নত বিশ্বের পথে এগিয়ে নিতে সহযোগিতা করুন।

দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী, কণ্ঠশিল্পী এসডি রুবেল, আওয়ামী লীগ নেতা মেজবাউল হক বাচ্চু, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ