• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এবারের নির্বাচন সহজ নয়: মেনন

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৭:৪৫ পিএম

এবারের নির্বাচন সহজ নয়: মেনন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘এবারের নির্বাচন সহজ কোনো নির্বাচন নয়, এটি জটিল নির্বাচন। কারণ এ নির্বাচনের যাত্রার শুরু থেকেই বিএনপি-জামায়াত জোট ও তাদের সহযোগীরা আটকে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।

শুক্রবার বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় এ কথা বলেন মেনন।

জনসভায় মেনন বলেন, এর সঙ্গে যুক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র। তারা কখনো স্যাংশন, কখনো ভিসানীতি আবার হুকুম জারি করে এ নির্বাচনকে তাদের মতো করে সাজিয়ে নিতে চেয়েছিল। আমরা তখনই বলেছিলাম, তাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন নয়।

তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হটিয়ে একটা অসাংবিধানিক ও অস্থিতিশীল সরকার বসানো। যাতে তারা বঙ্গোপসাগরে ঘাঁটি নির্মাণসহ এ অঞ্চলে তাদের লক্ষ্য কায়েম করতে পারে।

মেনন বলেন, আজকে সেই নির্বাচনকে সফল করতে আমাদের এগিয়ে আসতে হবে। নির্বাচন অংশগ্রহণমূলক নয়, এ কথা সত্য নয়। নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে। আমার নির্বাচনি এলাকায় পরিপূর্ণ উৎসবের রূপ নিয়েছে।

আর্কাইভ