• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

৪৩তম বিসিএসের ফল প্রকাশ

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৭:৫৮ পিএম

৪৩তম বিসিএসের ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার পদে ৬৪২ জন চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েছেন।

মঙ্গলবার বিকালে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসের ২২১৮টি পদের বিপরীতে ২১৬৩ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। আর নন-ক্যাডার পদে ১৩৪২টি শূন্য পদের বিপরীতে ৬৪২ জনকে সুপারিশ করা হলো। 

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

 

জেকেএস/

আর্কাইভ