• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০১:৩৭ পিএম

তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রংপুর ব্যুরো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ‘নৌকা’য় ভোট চাইতে রংপুরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি রংপুরে পৌঁছে তারাগঞ্জ ওয়াকফ স্টেট সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার এই সফরে তারাগঞ্জ ছাড়াও মিঠাপুকুর এবং পীরগঞ্জে পৃথক নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এসব জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।

পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জে স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবরও জিয়ারত করবেন। পাঁচ বছর পর শ্বশুরালয়ে তার এই আগমনকে ঘিরে সাজ সাজ রব উঠেছে পুরো জেলায়।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সাটানো হয়েছে ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন। গেট সাজানো হয়েছে পুরো জেলাজুড়ে। পীরগঞ্জে জনসভাস্থলে প্রস্তুত রয়েছে নৌকার আদলের তৈরি সভামঞ্চ।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ