• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কারও কারও প্রার্থিতা বাতিল হবে: ইসি আনিছুর

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৭:১৪ পিএম

কারও কারও প্রার্থিতা বাতিল হবে: ইসি আনিছুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, কারও কারও প্রার্থিতাও বাতিল করা হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এর আগে নির্বাচন পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।

আনিসুর রহমান বলেন, ‘ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করতে বাধা নেই, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে শুধু বলা যেতে পারে। কিন্তু ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উৎসবমুখর ভোট থাকবে ইনশাল্লাহ।’

স্বতন্ত্র প্রার্থীরা মাঠে দাঁড়াতে পারছে না। ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না–এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘আমরা পারছি না, এ কথায় একমত হতে পারছি না। এরইমধ্যে বিভিন্ন জেলা ঘুরে এসেছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। আজও আমরা কিছু কঠোর সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। আগামীকাল (তথ্য) পেলে দেখবেন যে কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাব।’

যদি ব্যত্যয় হয় তাহলে কোন ব্যবস্থা নেবেন- এমন প্রশ্নে আনিছুর রহমান বলেন, ‘দায়িত্বে অবহেলা হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই আমরা ছাড় দেব না। প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারও না কারও। এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম।’

 

জেকেএস/

আর্কাইভ