• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভোটকেন্দ্রে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না: সিইসি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০৬:৪৫ পিএম

ভোটকেন্দ্রে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না: সিইসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ভেতরে কোনও অনিয়ম, কারচুপি, দখলদারি বা কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। শান্তিপূর্ণ ভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচারণা এগিয়ে যাচ্ছে। যে কোনও মূল্যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ। ভোটার সাধারণ নির্বিঘ্নে এবং স্বাধীন ভাবে ভোট দেবেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোরে শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্কে খুলনা ও ঢাকা বিভাগের ১৩টি জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিইসি এসব কথা বলেন।

বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি হাবিব বলেন, বিভিন্ন জায়গায় যেসব অপ্রীতিকর ঘটনার খবর আমরা পেয়েছি, সেইসব বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষীদের সাব্যস্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। যেকোনো অনিয়ম বা অপরাধ প্রতিরোধ তারা কঠোর হস্তে দমন করবে।

যশোর জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে এসময় নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এছাড়া বিকেল তিনটায় যশোরের ৬টি আসনের ৩২ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

 

 

জেকেএস/

আর্কাইভ