• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

উত্তরায় ভোটারদের দ্বারে দ্বারে শেরীফা কাদের

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০২:১৪ পিএম

উত্তরায় ভোটারদের দ্বারে দ্বারে শেরীফা কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধের প্রচার-প্রচারণায় রাজধানীর উত্তরায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের।

বুধবার সকাল থেকেই বৃহত্তর উত্তরার একাধিক থানা-ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছেন তিনি।

উত্তরাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করব। অভিভাবকদের সঙ্গে নিয়ে কিশোর গ্যাং কালচার নির্মূল করব।

শেরীফা বলেন, সব ধরনের চ্যালেঞ্জ নিয়েই নির্বাচনে নেমেছি। সাধারণ মানুষের মাঝেই আছি। কোনো অপশক্তি জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। 

আর্কাইভ