• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৬:৩৭ পিএম

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে মামলাটি করেন।

রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় পৃথক অভিযোগ আনা হয়েছে। মামলা নং ৭। এ মামলায় আসামি অজ্ঞাত।

কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতাসহ হত্যায় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ চারজন নিহত হন।

 

জেকেএস/

আর্কাইভ