• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শত আসনে হেভিওয়েট প্রার্থী, হবে হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৫:৩৬ পিএম

শত আসনে হেভিওয়েট প্রার্থী, হবে হাড্ডাহাড্ডি লড়াই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় একশ’ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, একই আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্দিষ্ট কোনো দল না এলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিপূর্ণ হতে পারে। ভোটাররা যে প্রার্থীর পক্ষে রায় দেবেন তা মেনে নেবে আওয়ামী লীগ।

নিবন্ধিত ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের ফলে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এরই মধ্যে প্রায় ১০০ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণ আভাস দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এরমধ্যে আবার স্বতন্ত্র প্রার্থীদের ওপর কোনো বল প্রয়োগের সুযোগ নেই বলে অবস্থান স্পষ্ট করেছে আওয়ামী লীগ।

ঢাকা-৫ আসনেই হচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনর রশীদ মুন্নার বিরুদ্ধে মাঠে আছেন বতর্মান সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনসহ অন্যান্য দলে কয়েকজন প্রার্থী।

এ ছাড়া ঢাকা- ১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত এনামুর রহমানের পাশাপাশি মাঠে নেমেছেন সাবেক এমপি মুরাদ জং। আর গাজাীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীক পেলেও প্রার্থী হিসেবে মাঠে আছেন দলের মহানগরের সাবেক সহসভাপতি কাজী আলিমুদ্দিন।

ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহর বিপক্ষে নির্বাচন করছেন একাধিকবারের সংসদ সদস্য নিক্সন চৌধুরী। আর ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম। তার বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেমেছেন বর্তমান সংসদ সদস্য নাজিম উদ্দিনও নাজনিন আলমসহ বেশ কয়েকজন।

সিলেট-১ আসনে নৌকার প্রার্থী একে আব্দুল মোমনের বিরুদ্ধে লড়ছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে নেত্রকোনা-৩ আসনেও। আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত অসীম কুমার উকিলের বিপক্ষে মাঠে আছেন সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। আর পিরোজপুর আসনে শ ম রেজাউল করিমের পাশাপাশি শক্ত অবস্থানে সাবেক এমপি একে এম এ আউয়াল। কুমিল্লা-৬ নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের পাশাপাশি নির্বাচনের মাঠে আছেন সাবেক মেয়র পদপ্রার্থী আনজুন সুলতানা সীমা।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,
জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হতে হয়। এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নেতাকর্মীরা কাজ করবে।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, একেকটা আসনে ৪ থেকে ৫ জন প্রার্থী থাকলে ভোটারদের উপস্থিতি বাড়বে; ভোটে জনসম্পৃক্ততা বাড়বে। এতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আরও বেশি গ্রহণযোগ্য হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সারা দেশে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ