নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন জানিয়েছেন, সপ্তাহ খানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন।
বুধবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
চীনের সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা গত শুক্রবার (২ জুলাই) রাতে ও ১০ লাখ ডোজ টিকা শনিবার (৩ জুলাই) দেশে পৌঁছায়।
এ ছাড়া কোভ্যাক্সের আওতায় শুক্রবার (২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মডার্নার মোট ২৫ লাখ ডোজ টিকার ১২ লাখ এবং শনিবার (৩ জুলাই) বাকি ১৩ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতি মাসে চীন থেকে সিনোফার্মের ৫০ লাখ ডোজ করে টিকা আসবে। এভাবে তিনমাসে মোট দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা।
বেসরকারি খাত আগ্রহ দেখালেও জননিরাপত্তার কথা চিন্তা করে আপাতত সরকারিভাবেই করোনার টিকা আমদানি করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে বুধবার (৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গণটিকা নিবন্ধন কার্যক্রম। সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ২ মাস পর আবারও উন্মুক্ত করা হয়েছে গণহারে কোভিড টিকা নিবন্ধনের সুযোগ। এবার ৩৫ ঊর্ধ্ব নাগরিকসহ ২৮ ক্যাটাগরিতে নিবন্ধন করা যাবে।
ডব্লিউএস/নির্জন
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন