• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দক্ষিণেও কুয়াশার সাথে বেড়ে গেছে শীত, সাগরে মাছ ধরায় বিপত্তি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৬:১৭ পিএম

দক্ষিণেও কুয়াশার সাথে বেড়ে গেছে শীত, সাগরে মাছ ধরায় বিপত্তি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণের জনপদ পটুয়াখালীতে ঘন কুয়াশার সাথে বেড়ে গেছে শীতের তীব্রতা। হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে শহর ও গ্রামসহ চরাঞ্চলের জনজীবনে। ভোগান্তিতে রয়েছে বঙ্গোপসাগরে মাছ শিকারে থাকা জেলেরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল নটায় জেলায় সর্বনিম্ন ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

শীতের তীব্রতায় হাট-বাজারে কমতে শুরু করেছে মানুষের আনাগোনা। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবীরা।

রাঙ্গাবালী উপজেলার গঙ্গীপাড়া এলাকার জেলে জসীম কাজী জানান, ঘন কুয়াশার কারণে সাগরে মাছ ধরতে তাদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। জাল ফেলার পর অনেক সময় কুলকিনারা পাওয়া যায় না। তাই মাঝে মাঝে জাল উঠিয়ে বসে থাকতে হয়। কুয়াশা কমলে আবার জাল ফেলতে হয়। এভাবে ঠিকমতো মাছ ধরা যাচ্ছে না। সব মিলিয়ে নদী এবং সাগরে মাছ শিকারে থাকা জেলেদের এখন করুণ অবস্থা।

দিনমুজুর শহিদুল সিকদার বলেন, ‍‍`আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। কিন্তু শীত বাড়ার সাথে সাথে আমাদের কাজের চাহিদাও কমে গেছে। মানুষ সকালে ঘুম থেকে উঠতেই চায় না। গত কয়েকদিন ধরে আমাদের আয় নেই বললেই চলে।’

এদিকে, আবহাওয়ার এ পরিবর্তনে জেলার সব উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বেড়ে গেছে ডায়রিয়া ও টাইফয়েড ছাড়াও বিভিন্ন ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

 

সিটি  নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ