• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

কক্সবাজার থেকে ঢাকায় ছুটলো প্রথম ট্রেন

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ০৭:৩৪ পিএম

কক্সবাজার থেকে ঢাকায় ছুটলো প্রথম ট্রেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ১ হাজার ৩০ জন যাত্রী নিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

স্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটির রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়।

কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধন করেন। এই রুটে ট্রেনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এ সময় ডিসেম্বর থেকে দুটি ট্রেন চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এই রুটে ট্রেন চলাচলকে কেন্দ্র করে পর্যটকসহ জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কক্সবাজারে পর্যটন শিল্পের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ