প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৭:৫১ এএম
ঢাকা, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ, ঢাকার মোহাম্মদপুরের স্থানীয় বিএনপি নেতা আলী কায়সার ওরফে পিন্টু ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা আলী কায়সারকে গ্রেফতার করে র্যাবের একটি দল।
একই দিন র্যাবের অপর একটি দল চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে চান্দগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদকে গ্রেফতার করে। এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এছাড়া বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িত অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িত অভিযোগে মোট ৬৯০ জনকে গ্রেফতার করেছে র্যাব।
জেকেএস/