• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জেলে বা বিদেশে থেকেও দেয়া যাবে ভোট

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৩:০৬ এএম

জেলে বা বিদেশে থেকেও দেয়া যাবে ভোট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী জেলে বা বিদেশ থাকলেও দ্বাদশ সংসদ নির্বাচনে আগ্রহীরা ভোট দিতে পারবেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী যাদের নাম ভোটার তালিকায় আছেন তারা ব্যক্তিবর্গ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন

ইসির সিদ্ধান্ত মতে কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকলে ভোট দিতে পারবেন।

এছাড়া বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটাররাও দিতে পারবেন ভোট। পাশাপাশি যে ব্যক্তি ভোটকেন্দ্রে ভোট প্রদানের অধিকারী সেই কেন্দ্র ব্যতীত অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্বে থাকলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালটে ভোট দেয়ার প্রক্রিয়া

পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ব্যক্তিকে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

আগ্রহী ভোটার যে নির্বাচনি এলাকার ভোটার, সেই এলাকার রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটে ভোট দিতে ব্যালট পেপারের জন্য আবেদন করতে হবে।

রিটার্নিং অফিসার কোনো ভোটারের আবেদন প্রাপ্তির পর, ভোটারকে ডাকযোগে পোস্টাল ব্যালট পেপার এবং একটি খাম পাঠাবেন। ওই খামের ওপর তারিখ প্রদর্শন করত সার্টিফিকেট অব পোস্টিংয়ের একটি ফরম থাকবে। যা ভোটার ডাকে দেয়ার সময় ডাকঘরের উপযুক্ত কর্মকর্তা- কর্মচারীর মাধ্যমে পূরণ করা হবে।

ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে তার ব্যালট পেপার প্রাপ্তির পর, নির্ধারিত পদ্ধতিতে রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে পাঠাবেন।

রিটার্নিং অফিসার নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ব্যালটের ফলাফল মূল ফলাফলের সঙ্গে যোগ করে চূড়ান্ত ফল ঘোষণা করবেন।

এ বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/হাই কমিশনগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে নির্দেশনা দিয়েছে ইসি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ