• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন আরও প্রশিক্ষিত ও শক্তিশালী: কৃষিমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০১:২১ এএম

বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন আরও প্রশিক্ষিত ও শক্তিশালী: কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রশিক্ষিত ও শক্তিশালী। বিদেশি যেকোনো শত্রুর আক্রমণ প্রতিহত করতে তারা দক্ষতা অর্জন করেছে। দেশ-বিদেশের শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতি সম্মিলন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় তিনি সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে সংসদ সদস্যরাসহ আমন্ত্রিত অতিথিরা এবং সামরিক ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা উপহার প্রদান ও সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটা হয়। শেষে বাদক দলের বাদ্যসহ সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরতে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন ও চা চক্রের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ