• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বুয়েটের ‘অক্সিজেট’ : সাড়া দিলো ওষুধ প্রশাসন

প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০৭:৩৭ পিএম

বুয়েটের ‘অক্সিজেট’ : সাড়া দিলো ওষুধ প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অক্সিজেন সরবরাহ যন্ত্রাংশঅক্সিজেটউৎপাদন করতে অনুমতি পাচ্ছিল না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এরপর বিষয়টি হাইকোর্টের নজরে এলে নিয়ে সাড়া দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

মঙ্গলবার ( জুলাই) ওষুধ প্রশাসন অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মেডিকেল ডিভাইসটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে সাড়ার বিষয়টি জানানো হয়।

জানা যায়, বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অক্সিজেট উদ্ভাবন করেছে। এটি অক্সিজেনের কনসেনট্রেশন বৃদ্ধিতে সহায়তা করে। বুয়েট উদ্ভাবিত মেডিকেল ডিভাইসটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি মিলছে না বলে বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়েছে। তবে বুয়েট থেকে বিষয়ে কোনো আবেদন করা হয়নি।

ওষুধ অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্সিজেট মানবদেহে চিকিৎসায় ব্যবহৃত হবে। কারণে মেডিকেল ডিভাইসটির ক্লিনিক্যাল পারফরম্যান্স ট্রায়াল প্রটোকল অনুমোদনের জন্য বুয়েট কর্তৃক আবেদন দাখিল করা প্রয়োজন। সন্তোষজনক পারফরম্যান্স ট্রায়াল রিপোর্ট প্রাপ্তি এবং মেডিক্যাল ডিভাইসটি ISO:13485 কমপ্লায়েন্স কারখানায় উৎপাদন যথাযথ মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে বাজারজাত করার জন্য রেজিস্ট্রেশন প্রদান করা হবে। জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্য রেজিস্ট্রেশনের পাথওয়ে অনুসরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধ প্রশাসন অধিদফতর ধরনের দেশীয় উদ্ভাবনকে সব সময় অনুপ্রেরণা প্রদান সহযোগিতা করে থাকে। 

এর আগে গতকাল ( জুলাই) অক্সিজেন সরবরাহ যন্ত্রাংশ অক্সিজেট উৎপাদনের জন্য অনুমতি পেতে প্রধানমন্ত্রীর নজরে আনার পরামর্শ দেন হাইকোর্ট। আদালত বুয়েটের বায়োমেডিকেল বিভাগকে সংক্রান্ত লিখিত আবেদন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে দিতে বলেন। একই সঙ্গে ওই আবেদন অ্যাটর্নি জেনারেল আদালতেও দিতে বলা হয়েছে। বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।

সম্রাট/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ