• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আসামি ৪ হাজার, ১১ শ্রমিক গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০১:২৯ এএম

পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আসামি ৪ হাজার, ১১ শ্রমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই শ্রমিক।

বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও চার হাজার লোককে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আবু সাঈদ জানান, বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার বিকালে কোনাবাড়ী এলাকায় তুসুকা কারখানার ভেতর শ্রমিকরা ব্যাপক ভাঙচুর করেন। এ সময় ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (ডিসি) গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে। তারা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক। এ ঘটনায় বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৩-৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ