• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

লালবাগ-রমনায় বিধিনিষেধ ভাঙায় আটক ১৪৭

প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০৫:২৯ পিএম

লালবাগ-রমনায় বিধিনিষেধ ভাঙায় আটক ১৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর লকডাউনের মধ্যে রাজধানীর লালবাগ রমনা এলাকায় বিধিনিষেধ ভাঙায় ১৪৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( জুলাই) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির লালবাগ রমনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, ‘সরকারি বিধিনিষেধ পরিপালনে লালবাগ রমনা বিভাগের বিভিন্ন পয়েন্ট এলাকায় সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এসব এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

কঠোর লকডাউনের মধ্যেও জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় লালবাগ বিভাগ থেকে ১০৫ জনকে এবং রমনা বিভাগ থেকে ৪২ জনকে আটক করা হয়।

সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় লকডাউনের গত পাঁচ দিনে শুধু রাজধানীতেই গ্রেফতার করা হয়েছে দুই হাজার ৬১৮ জনকে। ছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে দুই হাজার ৫৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করে জরিমানা করা হয়েছে ৫০ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ