• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দেশের ইতিহাসে রেকর্ড সোনার দাম

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৩:৪৯ এএম

দেশের ইতিহাসে রেকর্ড সোনার দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বাজারে ভরিতে আরও ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে সোনার দাম। এর ফলে  ২২ ক্যারেটের (ভালো মানের) প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা।

দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড।  সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) মূল্য নির্ধারণ কমিটির সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ ৪ হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

আগের মতোই ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা পড়বে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ