• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৯:১০ পিএম

ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরীর ইন্তেকাল

সিটি নিউজ ডেস্ক

টঙ্গীর প্রবীণ প্রগতিশীল রাজনীতিবিদ সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে মোল্লাবাড়ির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বেলা ১১টায় টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে গ্রামের বাড়ি ফেনিতে নিয়ে যাওয়া হয়েছে।

মরহুমের জানাজায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ