• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

‘সাংবাদিকদের রাস্তায় ফেলে পিটিয়ে আহত করা অমানবিক’

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৯:০২ পিএম

‘সাংবাদিকদের রাস্তায় ফেলে পিটিয়ে আহত করা অমানবিক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২৮ অক্টোবর যেভাবে সাংবাদিকদের রাস্তায় ফেলে পিটিয়ে আহত করা হয়েছে, তা অমানবিক।

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। বলেন, সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারীদের শাস্তি পেতেই হবে।

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে উল্টো এর বিরুদ্ধে মালিকদের মামলা করা দুঃখজনক বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি জানান, দশম ওয়েজ বোর্ডের কাজ চলছে। টিভি সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডের আওতায় আনার কাজ চলছে।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন সরকারপ্রধান।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ