• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যে কারণে ট্রেনচালককে পেটাল কিশোররা

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০৯:৪৫ পিএম

যে কারণে ট্রেনচালককে পেটাল কিশোররা

সিটি নিউজ ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ৭২৯নং মেঘনা এক্সপ্রেস ট্রেনের চালক ও সহকারী চালকের ওপর হামলা করেছে কিশোররা।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশনে ৮-১০ জন অজ্ঞাত কিশোর এ হামলা চালায়। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার ঘটনা দেখতে পেয়ে নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল হোসেন দ্রুত ঘটনাস্থলে এসে চালকদের রক্ষার চেষ্টা করেন। চালকদের ওপর হামলা হলেও ট্রেনে দায়িত্বরত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং ট্রেন থেকে নেমেও আসেনি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

পরবর্তীতে ট্রেনের গার্ডদের অনুরোধে প্রায় ১৫ মিনিট পর পুলিশ ট্রেন থেকে নেমে আসলে হামলাকারী কিশোররা ছত্রভঙ্গ হয়ে যায়।

হামলাকারী কিশোরদের দাবি, নাঙ্গলকোট স্টেশনে আসার জন্য তারা ফেনী স্টেশনে অপেক্ষায় ছিল। এ সময় মেঘনা ট্রেনের সহকারী চালক তাদেরকে ডেকে নিয়ে ইঞ্জিনে উঠিয়ে বেশি ভাড়া দাবি করে। তারা ভাড়া কম দিতে চাইলে সহকারী চালক তাদের ওপর হামলা করে ও মোবাইল ছিনিয়ে নেয়। এতে ক্ষিপ্ত হয়ে নাঙ্গলকোট স্টেশনে ট্রেন থামলে তারা এ হামলা চালায়।

নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, আমি বিষয়টি দেখা মাত্রই চালকদেরকে রক্ষা করতে দৌড়ে ঘটনাস্থলে যাই। আমি চালকদের কাছ থেকে জেনেছি ফেনী থেকে ওই কিশোররা ট্রেনের ইঞ্জিনে উঠে ভ্রমণ করতে চায়। পরে সহকারী চালক ওই কিশোরদের ট্রেন থেকে নামার জন্য বললে তারা নামতে না চাওয়ায় তাদেরকে চড়-থাপ্পড় দিয়ে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কিশোররা নাঙ্গলকোট স্টেশনে এ হামলা চালায়।

ট্রেন এসকর্ট পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে স্টেশন মাস্টার বলেন, পুলিশ আসার সঙ্গে সঙ্গে হামলাকারীরা চলে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ট্রেনে থাকা সত্ত্বেও ঘটনার ১৫ মিনিট পর গার্ডদের অনুরোধে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের এমন দায়িত্ব অবহেলার কারণে আজকে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ