• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খাজা টাওয়ারে আগুন: ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০৪:১৯ পিএম

খাজা টাওয়ারে আগুন: ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

নিহত হাসনা হেনার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের হারুন মিয়ার মেয়ে।

জানা গেছে, হাসনা হেনা ওই ভবনের ৯ম তলায় অরবিট নামে একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ। আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময়ে তার ছিঁড়ে পড়ে যান হাসনা হেনা।

হাসনা হেনার লাশ মেট্রোপলিটন পুলিশ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তার স্বামী সনি। নিহতের লাশ উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামে আনা হচ্ছে।

মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালের তথ্যকেন্দ্রের কর্মী মো. আরিফুল একটি গণমাধ্যমকে জানান, তাদের হাসপাতালে একজন নারীকে মৃত অবস্থায় আনা হয়।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ