প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০২:০৩ এএম
রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে টাওয়ারটিতে থাকা আন্তসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
একাধিক অপারেটর কর্তৃপক্ষ জানিয়েছে, মহাখালীর অগ্নিকাণ্ডের কারণে ইন্টারনেট সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গ্রাহকেরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাচ্ছেন না। এ ছাড়া রেলওয়ের উন্নয়ন কাজের জন্যও ফাইবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে গ্রাহকেরা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৮ মিনিটে খাজা টাওয়ারে আগুন লাগে। রাত সোয়া ৭টার দিকে সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।