• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পটুয়াখালী-১ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ১১:৫৫ পিএম

পটুয়াখালী-১ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আগ্রাহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মঙ্গলবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে বলেও এতে উল্লেখ করা হয়।

পটুয়াখালী-১ শূন্য উপনির্বাচনে আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই  ২ নভেম্বর,  প্রত্যাহার ৯ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর।

আগামী ২৬ নভেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ