• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিনা টিকিটে ট্রেনে উঠে কারাগারে ২১ যাত্রী

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০২:১১ এএম

বিনা টিকিটে ট্রেনে উঠে কারাগারে ২১ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের উদ্যোগে ৪টি আন্ত:নগর ট্রেনে অভিযান চালিয়ে ২১ জন বিনা টিকিটের যাত্রীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদের মধ্যে ১৯ যাত্রীকে ১০ দিন ও দুইজনকে একদিন বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

এছাড়া একই অপরাধে ৩৫০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে। এর পরিমাণ ১ লাখ ৩০ হাজার টাকা।

রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে খুলনা পর্যন্ত বিভিন্ন স্টেশনে এ অভিযান চালানো হয়।  

আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে- রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস এবং খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস।

ডিসিও নাসির উদ্দিন জানান, ভাড়া বাবদ আদায় হয়েছে ৮৭ হাজার টাকা, জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৪৩ হাজার টাকা। এছাড়া বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ঈশ্বরদী-খুলনা রেলরুটের ১৩টি স্টেশনের ২১ জন যাত্রীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ