• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজনৈতিক কর্মসূচি ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৬:০৬ এএম

রাজনৈতিক কর্মসূচি ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক কর্মসূচি ঘিরে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার ( ১৬ অক্টোবর ) ডিএমপি সদরদপ্তরে গত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক তৎপরতার দিকেও নজর রাখতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, কেউ গুজব সৃষ্টি করে যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য গুজব প্রতিরোধে পুলিশের সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সমাজে বিশৃঙ্খলাকারী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আগামী দিনেও যে কোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন,  গ্রেপ্তারি পরোয়ানা সঠিকভাবে তামিল করতে হবে। ওয়ারেন্টভুক্ত কোনো ব্যক্তি যাতে সমাজের মূল স্রোতে মিশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে না পারে সেদিকেও নজর রাখতে হবে।

এসময় ডিএমপি কমিশনার ঢাকার যানজটপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সমস্যা সমাধানের তাগিদ দেন। এ ছাড়া মামলার তদন্ত ও তদারকির ক্ষেত্রে আরও বেশি আন্তরিক হতে এবং সঠিকভাবে বাজার তদারকি করতে পুলিশ সদস্যদের আহ্বান জানান তিনি।

অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিউদ্দিন, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার, উপকমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ