• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘তত্ত্বাবধায়ক সরকার আসলে দেশ মহাসংকটে নিমজ্জিত হবে’

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০১:৩৫ এএম

‘তত্ত্বাবধায়ক সরকার আসলে দেশ মহাসংকটে নিমজ্জিত হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তত্ত্বাবধায়ক সরকার আসলে অর্থনৈতিক বিপর্যয়সহ দেশ মহাসংকটে নিমজ্জিত হবে বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আয়োজিত ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালেও দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল এখনও আছে। বঙ্গবন্ধুর পরিবার ও দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে আমাদেরকে সজাগ হতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে এবার বীর মুক্তিযোদ্ধাদের জন্য শেষ নির্বাচন। মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অনুরোধ থাকবে বীর মুক্তিযোদ্ধাদেরকে জাতীয় নির্বাচনে যেন মনোনয়নে প্রাধান্য দেওয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব শফিকুল ইসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. শামসুদ্দোহা প্রিন্স, টিপু সুলতান, আবু সুফিয়ান ভূইয়া ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. মামুন হাওলাদার, যুগ্ম মহাসচিব, মো. জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজিউর রহমান রুবেল ও শের আলী, নির্বাহী সদস্য আইনুল হক মুন্নি, ঢাকা বিভাগের সভাপতি মামুন হাওলাদার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী সুলতান আলম ইমন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, যুগ্ম সদস্য সচিব আরাফাত খান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব রাব্বানি সরকারসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ