• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সবকিছু যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক টিমকে বোঝাতে পেরেছি: সিইসি

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৭:২০ পিএম

সবকিছু যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক টিমকে বোঝাতে পেরেছি: সিইসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম যেসব প্রশ্ন করেছে- রোল, দায়িত্ব এবং একটিভিটিস সহ অনেক কিছু তারা জানতে চেয়েছেন। আমরা সবকিছু তাদের বোঝাতে পেরেছি।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম বৈঠক করে।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সিইসি বলেন, তাদের মূল ফোকাস ছিল ফ্রি, ফেয়ার, পার্টিপিসিয়েটরি অ্যান্ড পিচফুল ইলেকশন।

তিনি বলেন, আমেরিকা থেকে এক প্রি এসিসমেন্ট টিম এসেছে। তারা এরমধ্যে কিছু রাজনৈতিক দল ও সরকারি দপ্তরের সঙ্গে বৈঠক করেছে। এটাকে প্রি এসিসমেন্ট টিম বলে। ওরা কী করবে আমরা জানি না। ওরা আমাদের কাছে যে ইলেকশন কমিশনের রোল, সরকারের রোল, ওরা কীভাবে কাজ করে। কীভাবে আমরা ইলেকশন প্রসেসটা তুলে নিয়ে আসি।

তারা যা যা জানতে চেয়েছিলেন, তারা জেনেছেন। এখন তারা জেনে কী করবেন, এটা আমরা জানি না। এটা পরে হয়তো তারা দেশে ফিরে পর্যালোচনা করে হয়তো সিদ্ধান্ত নেবেন। অবজারভার টিম পাঠাবেন কী পাঠাবেন না। অথবা পাঠালে কীভাবে পাঠাবেন। এতোটুকু, এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ