• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কোম্পানীগঞ্জে ককটেল উদ্ধার, বাদলের বিরুদ্ধে আরও এক মামলা

প্রকাশিত: মে ২, ২০২১, ০৮:০৮ পিএম

কোম্পানীগঞ্জে ককটেল উদ্ধার, বাদলের বিরুদ্ধে আরও এক মামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে সাতটি ককটেল ও ২৫টি লাঠি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) দুপুরে স্থানীয় রূপালী চত্বর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

আওয়ামী লীগের দু’পক্ষের বিরোধ ও সহিংসতায় সিএনজি অটোরিকশাচালক আলাউদ্দিন নিহতের ঘটনায় তৃতীয় দিনেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। তবে আলাউদ্দিন ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ এনে বাদীরা থানায় বসে থাকলেও তা এখনও নথিভুক্ত করেনি পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, বসুরহাট রূপালী চত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতটি ককটেল ও ২৫টি গাবের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বসুরহাট পৌর ভবনে হামলার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে পৌরসভার কর্মচারী নূর নবী বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এতে অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে প্রেসক্লাব এলাকার রেডক্রিসেন্ট ভবনের সামনে থেকে বাদলকে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ।

/এএম/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ