• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে সম্প্রতি ঘটে যাওয়া আগুনের যত ঘটনা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৫:৫৭ পিএম

রাজধানীতে সম্প্রতি ঘটে যাওয়া আগুনের যত ঘটনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজার ও নিউমার্কেটের পর এবার ভয়াবহ আগুনে পুগেছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ৬ ঘণ্টার চেষ্টায় কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

কৃষি মার্কেট ছাড়াও এবছর রাজধানীতে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুরান ঢাকায় বেবিশপ শোরুমে আগুন
রাজধানীর ওয়ারীর একটি বেবিশপ শোরুমে গত ১৭ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।

বায়তুল মোকাররম ও বিজিবি মার্কেটে আগুন
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় ১৭ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই দিন রাজধানীর উত্তরা হাউস বিল্ডিংয়ে বিজিবি মার্কেটে আগুন লাগে।

নিউ সুপার মার্কেটে আগুন
১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করে। ভয়াবহ আগুন নেভাতে শুধু ফায়ার সার্ভিসই নয়, যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

টিনশেড গোডাউনে আগুন
১৩ এপ্রিল রাত ১০টা ৮ মিনিটের দিকে রাজধানীর নবাবপুরে একটি টিনশেড গোডাউনে আগুন লাগে। ওই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

মালেকা মার্কেটে আগুন
গত ৮ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারের পাশে মালেকা মার্কেটের ৪ তলার গোডাউনের আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বঙ্গবাজারে আগুন
গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভে ৭৫ ঘণ্টা পর। ওই আগুনে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আগস্টে ঢাকায় ১২৮ অগ্নিকাণ্ড
এদিকে চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে এক হাজার ৬৬৭টি আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৮ জন আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন আটজন। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় আগুনের ঘটনা ঘটে ১২৮টি। তবে কোনো মৃত্যু নেই।

১২ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে সারা দেশে এক হাজার ৬৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৪১৬টি, ময়মনসিংহে ৮১টি, চট্টগ্রামে ২৭৬টি, রাজশাহীতে ২৭৭টি, খুলনায় ২৪৪টি, সিলেটে ৫৫টি, বরিশালে ৭৭ ও রংপুর বিভাগে ২৪১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই থেকে আগস্ট মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে ১৯৬টি। গত জুলাই মাসে সারা দেশে এক হাজার ৪৭১টি আগুনের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে আরও  জানানো হয়, আগস্ট মাসে সারাদেশে অগ্নিকাণ্ড ব্যতীত অন্যান্য দুর্ঘটনার সংখ্যা ৯৫৭টি। ঢাকা বিভাগে ২১১টি, ময়মনসিংহ বিভাগে ৪৫টি, চট্টগ্রাম বিভাগে ১৪৩টি, রাজশাহী বিভাগে ২৪৩টি, খুলনা বিভাগে ১১২টি, সিলেট বিভাগে ৩৯টি, বরিশাল বিভাগে ৩৯টি ও রংপুর বিভাগে ১২৫টি দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনায় এক হাজার ৬১ জন আহত এবং ১৮৩ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাগুলোর মধ্যে ৬৩৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে ফায়ার সার্ভিস।

এছাড়া রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ জনিত দুর্ঘটনা ১৪টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত ১৫টি, লিফট দুর্ঘটনা ৩০টি, ভূমিধস ১৫টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ১০২টি দুর্ঘটনা ঘটে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ