• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতাকে মারধর, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০২:৪১ এএম

ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতাকে মারধর, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ডিএমপির উপ-কমিশনারকে (অপারেশনস) কমিটির প্রধান করা হয়েছে। বাকি দুইজন সদস্য হলেন- ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ)। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, দুই দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করে ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন পাঠাতে হবে কমিটিকে।

শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম।

তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ তাদের থানায় নিয়ে বেদমভাবে পিটিয়েছেন। ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়ার পরেও হারুনের সঙ্গে ১০-১৫ জন পুলিশ সদস্য মিলে তাদের পেটান। এর মধ্যে নাঈমের অবস্থা আশঙ্কাজনক। তার মুখমণ্ডল মারত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ