• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৭:৫৭ পিএম

দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনামন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। পাঁচ বছর পরপর নির্বাচন না হলে সরকারের বৈধতা থাকনে। নির্বাচন হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সবার কথা শুনবো। কিন্তু কাজ করবো সংবিধান অনুযায়ী। সরকার নির্বাচন আয়োজন করে না। নির্বাচন কমিশনার নির্বাচনের আয়োজন করে।

এদিকে ১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে চতুর্থ তলা একাডেমিক ভবন নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। পরে মন্ত্রী উপজেলার আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ