• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘চিংড়ি চাষিদের ইনস্যুরেন্সের আওতায় আনা হবে’

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৭:৪৩ পিএম

‘চিংড়ি চাষিদের ইনস্যুরেন্সের আওতায় আনা হবে’

ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

মৎস্য অধিদফতরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল আলম বলেছেন, বাংলাদেশের জন্য চিংড়ি চাষ বেশ গুরুত্ববহন করে। চিংড়ি চাষিদেরকে ইনস্যুরেন্সের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের ঘোড়া দিঘির পূর্ব ঘাটে মাছের পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘চিংড়ির মানসম্মত পোনা সরবরাহ ও উৎপাদিত চিংড়ি যাতে সরাসরি চাষিরা বিক্রি করতে পারে এ জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা চলছে। এ ছাড়াও আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষের মাধ্যমে উৎপাদন বাড়াতে কাজ করছে মৎস্য বিভাগ।’

পোনা অবমুক্ত করা কালীন এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

উল্লেখ্য, বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘিতে রুই, কাতলা, মৃগেল, শিং, গলদা চিংড়ি ও টেংরা মাছের ১০০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ