• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব আহ্বান

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৩:২০ এএম

সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব আহ্বান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান করেছে সরকার।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা, বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল, শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান দেওয়ার উদ্দেশ্যে কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক, পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব আহ্বান করা যাচ্ছে।

তথ্যবিবরণীতে প্রস্তাব জমাদানের ক্ষেত্রে বেশকিছু শর্তাবলিও অনুসরণ করতে বলা হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ