• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাসিনা-শি বৈঠক আজ: আলোচনায় থাকতে পারে যে বিষয়

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৮:০৬ পিএম

হাসিনা-শি বৈঠক আজ: আলোচনায় থাকতে পারে যে বিষয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের ফাঁকে দীর্ঘ চার বছর পর বুধবার (২৩ আগস্ট) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

আজ বিকেলে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ বৈঠক হতে পারে।

সূত্র জানিয়েছে, সম্ভাব্য বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং ঋণ ইস্যুতে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা ও জিনপিংয়ের বৈঠক বেশ গুরত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমাদের অব্যাহত চাপের মধ্যে এই দুই নেতার বৈঠক ‍‍`বড় বার্তা‍‍` দেবে বলে মনে করছেন অনেকে।

কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনা ও জিনপিংয়ের বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচি নেই, তবে নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দুই দেশের সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেই বার্তা হয়তো আসতে পারে।

এদিকে আজ সন্ধ্যায় শেখ হাসিনা জোহাসেনবার্গের গ্যালাঘের এস্টেটে ব্রিকসের বর্তমান চেয়ার ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ