• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ত্রাণ প্রতিমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ পেলেন মো. হুমায়ুন কবীর

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৩:১৪ এএম

ত্রাণ প্রতিমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ পেলেন মো. হুমায়ুন কবীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. হুমায়ুন কবীরকে একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার (৮ আগস্ট) রাতে আলাদা তিনটি সংবাদ বিজ্ঞপ্তিতে পর্তুগাল, লেবানন ও উজবেকিস্তানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিনা আহমেদকে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। ১৩তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার রেজিনা তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন। রেজিনা আহমেদ বর্তমানে মরিশাসে হাইকমিশনার হিসেবে নিযুক্ত আছেন।

এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিমান বাহিনী এই কর্মকর্তা জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

এ ছাড়াও ড. মোহাম্মদ মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। ২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার মনিরুল জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন। মনিরুল ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করছেন।

নিউইয়র্কের আগে তিনি তুরস্কের ইস্তাম্বুলে কনসাল জেনারেল ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ