• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যত্রতত্র কেমিক্যাল কারখানা বন্ধে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে: কামরুল ইসলাম

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০৭:০৫ পিএম

যত্রতত্র কেমিক্যাল কারখানা বন্ধে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে: কামরুল ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যত্রতত্র কেমিক্যাল কারখানা বন্ধে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে।

কেরানীগঞ্জে সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাতে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোনো আবাসিক এলাকায় কেমিক্যাল কারখানা বা কেমিক্যাল গোডাউন স্থাপন করা যাবে না। সুপ্রিম কোর্টের এমন নির্দেশনা সত্ত্বেও অতি মুনাফালোভী ব্যবসায়ীরা নিজস্ব জমিতে গোডাউন তৈরি করছে। কোনো নির্দেশনা মানছে না। এর ফলেই এমন দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টা চালিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলেই মৃতরা হলো: মিনা বেগম (২৩), মোসা. ইশা (১৫) ও দেড় বছরের শিশু রোজা মনি। জেসমিন আক্তার (৫০) নামে একজন হাসপাতালে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ