• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ দুনিয়াজুড়ে প্রশংসিত: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০২:০৯ এএম

শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ দুনিয়াজুড়ে প্রশংসিত: পরিকল্পনামন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ১৫ বছরে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, সেটা দুনিয়াজুড়ে প্রশংসিত হয়েছে। তার ভুল-ত্রুটি থাকতে পারে। সেগুলো ধরিয়ে দিয়ে তাকে সহযোগিতা করা উচিত।

বুধবার (৯ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষাবৃত্তি ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিরোধীদের উদ্দেশ্য করে পরিকল্পনা বলেন, এত সংকীর্ণ মন থাকা ভালো নয়। বিভিন্ন দলের সঙ্গে মতভেদ থাকতে পারে। শেখ হাসিনা বাংলাদেশে যে আশ্চর্যজনক উন্নয়নমূলক কাজ করেছেন, দুনিয়াজুড়ে তা প্রশংসিত হয়েছে। তার ভুল-ত্রুটি থাকতে পারে। সেগুলো ধরিয়ে দিয়ে তাকে সহযোগিতা করা উচিত।

প্রতিটি জেলায় পর্যায়ক্রমে একটি করে সরকারি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘একমাত্র শিক্ষাই পারে আমাদেরকে আলোকিত পথে নিয়ে যেতে।’ ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলেও জানান তিনি।

ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহাগীর আলম, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ