• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ পদক পাচ্ছে নারী ফুটবল দল

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০২:০০ এএম

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ পদক পাচ্ছে নারী ফুটবল দল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-২০২৩’ পদকের জন্য চূড়ান্ত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এ পদক পাওয়ার তালিকায় আছেন আরও চারজন বিশিষ্ট নারী। এরমধ্যে রাজনীতিতে একজন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে দুইজন এবং গবেষণায় একজন বিশিষ্ট নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পাচ্ছেন।

রোববার (৬ আগস্ট) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছর রাজনীতির ক্ষেত্রে পদক পাচ্ছেন অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর)। অন্যদিকে, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি পদক পাচ্ছেন। এছাড়া গবেষণায় ড. সেঁজুতি সাহা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-২০২৩’ পদক পাচ্ছে।

আগামী ৮ আগস্ট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ পদক বিতরণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদক প্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম স্বর্ণদ্বারা নির্মিত পদক, পদকের রেপ্লিকা, ৪ লাখ টাকার চেক এবং সম্মাননা পত্র তুলে দেওয়া হবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ