• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ভোট নিয়ে ইসিকে যে আশ্বাস দিলো ফেসবুক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৮:০৬ পিএম

ভোট নিয়ে ইসিকে যে আশ্বাস দিলো ফেসবুক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোট নিয়ে অপপ্রচার বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ইসি অশোক কুমার দেবনাথ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সিঙ্গাপুর মেটা থেকে তিন সদস্যের প্রতিনিধি সকাল ১১টার দিকে ইসিতে যান।

ইসির অতিরিক্ত সচিব বলেন, তফসিলের পর ইসির নির্দেশনা অনুযায়ী গুজব বন্ধ করবে ফেসবুক। তিনি আরও বলেন, যোগাযোগে সুবিধার জন্য সমন্বয়কারী ঠিক করবে ফেসবুক ও ইসি। জাতীয় নির্বাচনে ফেসবুক ব্যবহার করে ইসিকে প্রচারণা বা নির্বাচনী কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে মেটা।

এ সময় সেখানে ইসির অতিরিক্ত সচিবসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেনি ফেসবুক প্রতিনিধিরা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ