• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রামে পৌঁছাতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৭:৫৮ পিএম

তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রামে পৌঁছাতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রামে পৌঁছে দিতে হবে, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভায় এ কথা বলেছেন তিনি। পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সভায় তাগিদ দেন প্রধানমন্ত্রী।

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে সরকার গঠন করেছে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স। ছয় মন্ত্রীসহ ত্রিশ সদস্যের এই টাস্কফোর্স আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা প্রণয়নে কাজ করবে। যার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় সরকার প্রধান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল ডিজিটাল বাংলাদেশ। সেটি বাস্তবায়ন করে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে। বাংলাদেশের মানুষ অসাধ্য সাধন করতে পারে। তাই যতোই চক্রান্ত হোক, এ দেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দক্ষ জনশক্তি গড়ে তুলতেও তাগিদ দেন শেখ হাসিনা। বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। কাজে লাগাতে হবে সম্ভাবনাকে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতার অনুযায়ী পরিকল্পনার বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার। বাজেট প্রণয়নও করা হচ্ছে ইশতেহার অনুযায়ী। তথ্যপ্রযুক্তি নিয়ে নতুন প্রজন্মের দক্ষতাকে কাজে লাগাতে হবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ