• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হজ নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০২:৪৩ এএম

হজ নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছরের (২০২৪) জন্য হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দার।

বুধবার (২ আগস্ট) মন্ত্রণালয়ে ২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতি সভায় তিনি এ তথ্য জানান।  সভায় ধর্ম সচিব সভাপতিত্ব করেন।

সচিব বলেন, ২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে।  ২০২৪ সালের ১ মার্চ থেকে শুরু হবে হজ ভিসা ইস্যুকরণ। সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে এ প্রক্রিয়া। আর ৯ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট।

সৌদি সরকার ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছে বলেও জানান তিনি।

সভায় হাব নেতা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলরসহ (হজ) সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংস্থার প্রতিনিধি এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ‍ক্লিক করুন

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ