• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিভাবকদের যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩, ০৭:১২ পিএম

অভিভাবকদের যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফলাফল নিয়ে নিজ সন্তানের সঙ্গে অন্যের সন্তানের তুলনা করতে অভিভাবকদের নিরুৎসাহিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ এতে তারা আরও কষ্ট পায়। কোন কারণে ফলাফল খারাপ হলে বরং তার প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিলেন তিনি।

সকালে (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। 

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘অমুকের ছেলে ভালো করেছে, তুমি পারলা না কেন - এই তুলনা করা ঠিক না। কারণ সবার সব রকম মেধা থাকে না। সবাই একই বিষয়ে সমান দক্ষ হয় না। যে যেটাতে দক্ষ, তার সেদিকেই বেশি মনোযোগী হওয়া উচিত।’ 

 এ বিষয়ে অভিভাবকদেরও সহযোগিতা করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা পরীক্ষায় যারা পাস করেছে তাদের অভিনন্দন জানান এবং অকৃতকার্যদের ভেঙে না পড়তে অনুরোধ করেন। তিনি বলেন, ‘যারা কৃতকার্য হতে পারেনি তাদের হতাশ হওয়ার কিছু নেই। আগামীতে পাস করার প্রস্তুতি নিতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই ভালো রেজাল্ট করতে পারবে।’

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, তারা যাতে ছেলে-মেয়েদের প্রতি বিশেষভাবে নজর দেন। কারণ, সম্পদের মধ্যে একটাই হলো শিক্ষা, যেটা কেউ কখনও কেড়ে নিতে পারে না। জীবনে যেটা সবসময় প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘অভিভাবকদের বলব, তাদের কখনো বকাবকি করবেন না। তাদেরও মনে কষ্ট আছে। তাদের আদর দিয়ে, ভালবাসা দিয়ে, তারা যেন পড়াশোনায় মনোনিবেশ করে, সেদিকে লক্ষ্য রাখবেন।’ 

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬.৩৫ শতাংশ। এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.১৮, ময়মনসিংহ বোর্ডে ৮৫.৪৯, রাজশাহী বোর্ডে ৮৭.৮৯, কুমিল্লায় ৭৮.৪২ শতাংশ; আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪.৭০ শতাংশ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

বিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ