প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০৭:২৮ পিএম
তিন দিনের সরকারি সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছায় তার বিমান বহর।
কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ইতালির স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন তিনি।
২৪ থেকে ২৬ জুলাই ইতালির রোমে ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দফতরে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য টেকসই খাদ্য ব্যবস্থা: অভিন্ন যাত্রায় বৈচিত্র্যময় পথ’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলন যোগ দিয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে সেখানে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এছাড়াও তিনদিনের এ সফরে ইতালিতে প্রবাসী বাংলাদেশি আয়োজিত একটি কমিউনিটি রিসেপশনেও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/