• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিদাতা আটক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ০৩:১৩ এএম

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিদাতা আটক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকিদাতা আবু আহমেদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন সিটি নিউজ ঢাকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহfয়তায় আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে আটক করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার (২৪ জুলাই) রাতে একটি নম্বর থেকে ফোন করে হিরো আলমকে সাতদিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাতেই হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম।

হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাতদিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ