• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বকে অনুপ্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৮:২২ পিএম

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বকে অনুপ্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বকে অনুপ্রেরণা জোগাবে। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম প্রায় শেষ হয়ে এসেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও’র সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

ইতালির রোমে সোমবার ওই কক্ষটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং এফএও’র মধ্যে ৫০ বছরের চমৎকার সম্পর্কের প্রতীক এই কক্ষ। তিনি এফএও সদর দপ্তরের ছোট্ট অংশটি পেয়ে অত্যন্ত আনন্দিত বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বকে অনুপ্রেরণা জোগাবে। 

বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএও’র সদস্যপদ লাভের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করাই ছিল বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য। বাংলাদেশের ১৬ কোটি ৮০ লাখ মানুষের খাদ্য উৎপাদনে কৃষকদের অবদানের কথা স্মরণ করে বছরের পর বছর ধরে তাদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে এফএওর মহাপরিচালক কিউ ডংইউ উপস্থিত ছিলেন।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ