• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাত থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৫:৩১ পিএম

রাত থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলে টোল ফ্রি করা এবং অ্যাম্বুলেন্স পরিচালনায় জাতীয় নীতিমালা তৈরিসহ ছয় দফা দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

রোববার (২৩ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে চলবে এ ধর্মঘট।

সমিতির সভাপতি গোলাম মোস্তফার সই করা বিজ্ঞপ্তিতে আরও যেসব দাবির কথা বলা হয়েছে, সেগুলো হলো: অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেট কারের মতো বিআরটিএকে আয়কর (এটিআই) নেয়া বন্ধ করতে হবে; অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে; দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে; রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নেয়ার ব্যবস্থা করতে হবে এবং সড়কে হয়রানি মুক্ত ও নির্বিঘ্ন  চলাচল নিশ্চিত করতে হবে।

এর আগে, গত ২০ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। এতে বক্তারা বলেন, ‘অ্যাম্বুলেন্স এমন একটি সেবাখাত, যেটা বাংলাদেশের বিআরটিএ কর্তৃক অবহেলিত। আমরা এ অবহেলা থেকে পরিত্রাণ চাই।’

ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও জানিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ