• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১২টি অনলাইন গণমাধ্যম নিবন্ধনের অনুমতি পেল

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৫:৫০ পিএম

১২টি অনলাইন গণমাধ্যম নিবন্ধনের অনুমতি পেল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আরও ১২টি অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (১৭ জুলাই) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নিবন্ধনের অনুমতি গগণমাধ্যমগুলো হলো- সময়ের কথা ২৪, অপরাধ চোখ ২৪ বিডি, আজকের আরবান, দিনের শেষে, ডেইলি ভোরের পাতা, দি নিউজ ই, অর্থসূচক, পিপলস নিউজ ২৪, অপরাজয়া ২৪, বর্তমান খবর, বাংলার জনপদ এবং দ্য রিপোর্ট।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এর আগে গত গত ১৮ জুন নিবন্ধনের অনুমতি পায় আরও ৫টি দৈনিকের অনলাইন পোর্টাল।

অনুমতি পাওয়া দৈনিকের অনলাইন সংস্করণগুলো হলো- দ্যা সাউথ এশিয়ান টাইমস, দৈনিক গণমুক্তি, দৈনিক ভোরের বাংলা, দৈনিক মুন্সীগঞ্জের খবর এবং দৈনিক গ্রামের কাগজ।

তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পাঁচটি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেয়া হলো। সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

গত ২০২১ সালের ৯ নভেম্বর দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন নিউজ পোর্টালসহ ১৪টি চ্যানেলকে প্রাথমিকভাবে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার অনুমোদন দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ‘অনলাইন নিউজ পোর্টাল’ চালাতে হলে টিভি কিংবা পত্রিকা, সবাইকেই অনুমোদন নিতে হবে। সেই নিয়মেই এই ১৪টি অনলাইন পোর্টালকে অনুমোদন দেয়া হয়।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ